সিদ্ধিরগঞ্জে চাকুরির প্রলোভনে মিথ্যে প্রচারণা, ক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ : জেলার বিভিন্ন এলাকায় জেনিথ ইসলামী গ্রুপ কোম্পানী লিঃমিঃ নামে একটি প্রতিষ্ঠানে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে বেকার যুবক-যুবতিদের সাথে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র।

ওই চক্রটি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয়ালে দেয়ালে পোষ্টার আকারে সাটিয়ে ও হ্যান্ডবিল আকারে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছে।

এতে বিভিন্ন পদে মোটা অংকের বেতন, বোনাসসহ বিভিন্ন সুবিধার প্রলোভন রয়েছে। অথচ ওই পোষ্টার ও হ্যান্ডবিলে প্রতিষ্ঠানের ঠিকানা বা কর্মস্থলের ঠিকানা নেই। শুধুমাত্র একটি মোবাইল নাম্বার রয়েছে।

এতে চাকুরি প্রার্থী ও বেকার যুবকরা ওই মোবাইলে যোগাযোগ করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। এ নিয়ে সাধারন মানুষদের মাঝে চরম ক্ষোভের সুষ্টি হয়। এমনকি এনিয়ে হামলা ও প্রাননাশের হুমকির ঘটনাও ঘটেছে।

জানা গেছে, ওই সংঘবদ্ধ প্রতারক চক্রদের সাথে কিছু বেকার চাকুরি প্রত্যাাশীতরা মোবাইলে যোগাযোগ করে। পরে ওই চক্রটি বিভিন্ন জায়গায় তাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের কাছে চাকুর দেয়ার নামে নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়।

পরে তাদেরকে সিদ্ধিরগঞ্জের চিটাংগাংরোড এ হাজী রজ্জব আলী সুপার মার্কেটে আসার জন্য ঠিকানা দেয়।

চাকুরি প্রত্যাশীতরা ওই ঠিকানায় গিয়ে দেখে সেখানে কেনো জেনিথ ইসলামী গ্রুপ কোম্পানী লিঃমিঃ নামে কোনো প্রতিষ্ঠান নেই।

তবে ওই ভবনের ৪র্থ তলায় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ভুক্তভোগীরা ওই প্রতিষ্ঠানে গিয়ে নিয়োগ দাতাদের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

এদিকে নিয়োগ প্রতাশীরা প্রায় সময় এসে প্রতারনার শিকার হয়ে ভবনের সামনে জটলা সৃষ্টি করে উচ্চবাচ্য করে। এমনকি একাধিকবার জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স এর অফিস ভাংচুরের চেষ্টাসহ কর্মচারীদের প্রাণ নাশের হুমকী দেয়ার ঘটনা।

এদিকে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স এর এক কর্মকর্তা মনিরুজ্জামান ভূইয়ার যোগাযোগ করলে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র নিয়োগের নামে এ প্রতারণা করছে। আমার এ নিয়োগ সম্পর্কে কোন কিছু অবগত নই।

তবে একাধিকবার এ ঘটনার পর আমরা এ প্রতারক চক্রের সন্ধানে নেমে জানতে পারি মহসিন, নীপা রাণী মন্ডল ও চিরনজিতসহ আরো কয়েকজন এ প্রতারণা কাজের সাথে জড়িত। তাদেরকে এ বিষয়ে বাধা দিলে তারাও আমাকে ও অন্যান্য কর্মচারীদের বিভিন্ন দিয়ে হুমকী দেয়। এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডিও করেন। জিডি নং- ১০৫৮।

এদিকে এলাকাবাসী জানান, এই নিয়োগ প্রতারণা নিয়ে এখানে প্রায় সময়ই নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে যে কোনো সময় এনিয়ে বড় ধরনের সাংঘর্ষিক ঘটনা ঘটতে।

স্থানীয় প্রশাসন এ বিষয়টি জেনেও না জানার মতো রয়েছে। এ বিষয়ে কোন ব্যবস্থা এ পর্যন্ত গ্রহণ করতে দেখা যায়নি। বিষয়টাকে অনেকে অন্যচোখে দেখছেন। যদিও অনেকের দৃষ্টিতে এটা খুব সাধারণ একটি ঘটনা।

তাদের দাবি, এইসব নিয়োগদাতার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদের কর্মতৎপরতা বন্ধ করতে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতন হতে হবে সকলকে।

পাশাপাশি তারা এবিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।