সিদ্ধিরগঞ্জে ‘মানবতার সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প

লাইভ নারায়ণগঞ্জ : শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘মানবতার সেবায় আমরা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এনসিসি’র ১নং ওয়ার্ডের পূর্ব পাইনাদী সিআইখোলা এলাকায় এ ক্যাম্পটি পরিচালিত হয়। এসময় সারাদিন ব্যাপী এলাকার নারী ও পুরুষের রক্ত পরীক্ষা করা হয়।

মানবতার সেবায় আমরা সংগঠনের সভাপতি আব্দুল জব্বার শিবলুর সভাপতিত্বে ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্পটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও এনসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার ইসলাম, বাইতুল মা’মুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী জহির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী আতাহার আলী হাওলাদার, মো: সোলাইমান দয়াল, হাজী আবু হানিফ, খন্দকার কামাল, আব্দুস সালাম, মো: মোখলেছ, মো: মাসুদ রানা, মো: সেলিম, মো: মামুন, আলমগীর, সালাউদ্দিন, বিল্লাল হোসেন, বরকত উল্লাহ কিরন, হাবিবুর রহমান, রমজান হোসেন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মানবতার সেবায় আমরা সংগঠনের সদস্য আনোয়ার হোসেন, মাসুদুর রহমান, সুলতান বাদশা টিপু, আল আমিন, রাকিব, নোমান, ফাহিম, জুয়েল রানা, সবুজ, আতিকুর রহমান, মাহমুদ হাসান বিজয়, রাজীব, ইমরান হোসেন মোল্লা, আব্দুর আউয়াল, নাঈম, আতিক, ইব্রাহীম, প্লাবন, রহমত উল্লাহ লগ্ন, আলমগীর, নয়ন, মামুন, তালহা ও রাজিবসহ প্রমূখ।