লাইভ নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে মো. সুজন (২০) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারী )রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মাঝিপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত সুজন একই এলাকার আবুল কালামের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, রাতে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে ঘরের রোয়ার সঙ্গে গামছায় ঝুলন্ত অবস্থায় সুজনের লাশ উদ্ধার করা হয়। তবে ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।