সিদ্ধিরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান

লাইভ নারায়ণগঞ্জ : শুক্রবার (২৯ মার্চ) সিদ্ধিরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান, রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জের এনসিসি’র ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা পিএম এর মোড়ে এ সম্মাননা প্রদান ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে নিয়ে স্মৃতিচারন এবং আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে এনসিসি’র ১নং ওয়ার্ডে বসবাসকারী ২০ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট উপহার দিয়ে সম্মাননা দেয়া হয়।
এনসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়া, এনসিসি’র ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা হাজী আনোয়ার ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ ও রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের আপামর জনসাধারন ঝাপিয়ে পড়ে ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের এক সাগর রক্ত ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম একটি দেশ, একটি লাল সবুজের পতাকা এবং বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছি। জাতির এ বীর সন্তানদের অবদানকে কোন কিছুর বিনিময়ে শোধ করার মত নয়। তাই আজ তাদেরকে সম্মাননা দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি সে সাথে এ বীর সৈনিকদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের বর্তমান প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতে এমন অনুষ্ঠান করা বেশি প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী ইয়াছিন মিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছোট ছিলাম। আমাদের এ অঞ্চলের মুক্তিযোদ্ধারা আমাদের বাড়ীতে থাকতো। তখন আমরা মুক্তিযোদ্ধাদেরকে এবং তাদের অস্ত্র পাহাড়া দিতাম। দেশের জন্য এ বীর সন্তানদের আত্মত্যাগ কোনদিনও শোধ করার মত নয়।

স্বাগত বক্তব্যে আয়োজক কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমরা যারা স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে জন্মগ্রহণ করেছি সবাই স্বাধীনতার ইতিহাস সঠিক ভাবে জানি না। তাই যারা এ যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মুখ থেকে সঠিক ইতিহাস জানতে পারবো। জাতীর এ বীর সন্তানদের অবদানকে কোন কিছুর বিনিময়ে শোধ করার মত নয়। তাই আজকে তাদেরকে সম্মাননা দিতে পেরে গর্ববোধ করছি। আজকের প্রজন্ম এ অনুষ্ঠান থেকে কিছুটা হলেও ইতিহাস জানতে পারবে।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মো: মাসুদ রানা, মো: ইয়াছিন, মুন্না খান, থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, মোতাহার হোসেন মনা ও রাব্বী, কদর এবং অত্র এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।