সুইপারদের নিয়ে রাজনীতি শুরু হইছে: আইভী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুইপারদের নিয়ে রাজনীতি শুরু করা হয়েছে বলে মন্তব্য করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের একাংশের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেছেন, নির্বাচনি বছরে অসংখ্য ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে শুরু করে এবং ডান-বাম সবাই একসাথে হয়ে ষড়যন্ত্র করা শুরু করে দেয়। এগুলোকে প্রতিরোধ করতে হবে। শুধু ধাপ্পাবাজি করা আর কার পিছে কাকে লাগিয়ে দেয়া যায় এগুলোই চলে। শেষ পর্যন্ত আর কিছু পেলো না, আমার সুইপারদের নিয়ে রাজনীতি করা শুরু হইছে। এই ধরণের কাজ শোভা পায় না।

আইভী বলেন, নোংরামি করলে নোংরামির জবাব আমি নোংরামি দিয়ে দিবো। যারা ৫০-৬০ বছর যাবৎ এই শহরে জমিদারি করছে ওই সম্রাজ্যের অবসান ঘটাতে চাই। ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে, জনগন শুরু করছে। আমি ১৯৮১ সালের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। মনে রাখবেন, যদি উত্তপ্ত করতে চান তাহলে ছাড় দেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আরজু ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু প্রমুখ।