সেনাবাহিনীরা জনগনের আস্থা অর্জন করেছে : আজিজ আহমেদ

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করেছে এবং তারা জনগনের আস্থা অর্জন করেছে বলে ব্যক্ত করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ (বিএসপি, বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসজি)।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩শ ফিট হাইওয়ের দক্ষিণে পূর্বাচল সংলগ্ন জলসিড়ি আবাসন প্রকল্প এলাকার ১০,১২ ও ১৬ নং সেক্টর এলাকায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ’আদমজী পাবলিক স্কুল ও কলেজ’, জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ’ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ’ । শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ধাপের নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাস থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যের সন্তানদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও পড়া লেখার সুযোগ পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments