সেলিম ওসমানের অপেক্ষায় না.গঞ্জের ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: করা হয়েছে প্রতিবাদ সভা, রাখা হয়েছে কর্মসূচিও। কিন্তু পূর্বের ঘোষিত সেই কর্মসূচির নির্দিষ্ট দিনে পাল্টে গেছে প্রেক্ষাপট।

‘তানভীর আহমেদ টিটু ও নাজমুল আলম সজলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করায়’ ব্যবসায়ীদের হয়রানী বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ চেম্বারের দেওয়া কর্মসূচিতে এ দৃশ্য দেখা যায়। ৭ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারক লিপি জমা দেওয়ার কথা ছিলো সংগঠনটির।

রোববার (৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে লাইভ নারায়ণগঞ্জের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।

ফাইল ফটো

তার ভাষ্য মতে, আজ (রোববার) ব্যবসায়ী নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান ওমরা পালন শেষে দেশে আসার কথা ছিলো। কিন্তু অনাকাঙ্খীত কারণে আসতে পারেনি। তাই আগামীকাল আমাদের নেতা সেলিম ওসমানের নেতৃত্বে (সোমবার) স্মারক লিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩ এপ্রিল বিকালে ‘তানভীর আহমেদ টিটু ও নাজমুল আলম সজলকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করার প্রতিবাদ সভা’ থেকে ৭ এপ্রিল সকাল ১১টায় জেলা প্রশাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারক লিপি জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

৯টি জাতীয় ও ৩৩টি স্থানীয় ভিত্তিক ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই প্রতিবাদ সভা থেকে খালেদ হায়দার খান কাজল বলেছিলেন, ‘কাউকে বলা হচ্ছে চা খেয়ে যান, কাউকে আবার সহযোগীতা করার জন্য আহ্বান করা হচ্ছে; এমন পরিস্থিতিতে আজ নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সংঙ্কিত। আমরা এই সঙ্কা থেকে মুক্তি চাই, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তাই আগামী রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেওয়া হবে। এতেও যদি কাজ না হয়, তাহলে প্রধানমন্ত্রীর দারস্ত হবো।’

এর আগে প্রশাসন কর্তৃক তানভীর আহমেদ টিটু মাদক ব্যবসার সহযোগীতার অভিযোগ আনার পরপরই প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পিছু হটেন।