সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দেশজুরে চলছে গুরুত্বপূর্ণ এস.এস.সি পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময় ওরশ মোবারকের নামে রাতভর বিকট শব্দে চলছে পালাগানের আসর।
এ আসর বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম।
প্রশাসনের নির্দেশনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতভর উচ্চস্বরে মাইক লাগিয়ে পালাগানের আসর চালিয়ে যাচ্ছে, পিরোজপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহসভাপতি মো. মজিব। এটি পিরোজপুর ইউনিয়ন চেঙ্গাকান্দী গ্রামের ঘটনা।
এসএসসি পরিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ প্রশাসনের কাছে ও সাংবাদিকদের কাছে অভিযোগ করলেও রাতভর বিকট শব্দের এ পালাগান বন্ধ হয়নি। এত তাদের পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
স্থানিয়রা জানায়, আমাদের সন্তানদের জন্য এসএসসি পরিক্ষা দশ বছরের সাধনার ফসল এমন কাজটি করা ঠিক হয়নি মুজিবের। মুজিবর বাহিনী এতোটাই প্রভাবশালী যে প্রশসনকে পাত্তা দেয়না, সেখানে আমরা তাদের বিরুদ্ধে কি বলবো !
অভিযোগ করেছেন চেঙ্গাকান্দী, মৃধাকান্দি, নাগেরগাঁ, মনাইকান্দি ও জৈনপুরের এসএসসি পরিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।
রাতভর পালাগানের আয়োজনে মজিবুরের আমন্ত্রনে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন বসক ও সাংবাদিকসহ এলাকার প্রভাবশালীরাও উপস্থিত ছিল। কিন্তু তারা এ বিষয়ে কিছু বলেননি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিনুরের ইসলামকে ফোন দিলে তিনি জানান, বিষয় টা আমি নিষেধ করেছি।
সোনারগাঁ থানার ওসি মোঃ মনিরুজ্জামানের সাথে ফোনে কথা বললে তিনি জানান, আমরা দেখতেছি ব্যাপারটা।
স্থানিয় ইউপি চেয়ারম্যানের (পিরোজপুরের) ফোন দিলে তিনি তা রিসিভ করেন নি।
মুজিবুরের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, আমরা এটা প্রত্যেক বছর করে থাকি, প্রত্যেক বছরের ন্যায় এবারো করছি। তিনি আর বলেন আমি প্রশাসন থেকে অনুমতি নেই নাই,তবে মেম্বার চেয়ারম্যানরা অনুমতি দিয়েছে।