সোনারগাঁয়ে খাল দখল, ১৪ গ্রামের বাসিন্দাদের জলাবদ্ধতার আশঙ্কা

সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার মাধবপুর এলাকায় অবৈধভাবে খাল দখল করে বালু ভরাট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। খাল দখল করে নেওয়ার ফলে ওই এলাকার প্রায় ১৪ গ্রামের বাসিন্দারা জলাবদ্ধতা হওয়ার আশংকা করছেন। এলাকাবাসী ভূমিদস্যূদের হাত থেকে খালটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাব্দী থেকে শুরু হয়ে পাঁচপীর দরগার পাশ দিয়ে নয়াগাঁও গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। এ খালের সেচের পানি দিয়ে প্রায় কয়েক হাজার কৃষক চাষাবাদ করছেন। সম্প্রতি মাধবপুর এলাকার খালেক মিয়ার ছেলে স্থানীয় নামধারী আওয়ামীলীগ নেতা শামীম মিয়া অবৈধভাবে বালু ভরাট করে খালটি দখল করে নিয়েছেন। এছাড়া ডেমিন নামের একটি রং কারখানা খালের উপর স্থাপনা তৈরি করে উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। খালটি দখল হয়ে যাওয়ায় কৃষি কাজসহ পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাবে। ফলে আলাব্দী, বিন্নিপাড়া, বড়বাড়ী, নালআলাব্দী, মাধবপুর, ভাগলপুর, বাবরকপুর, কাজীরগাঁও, সোনাখালী সহ প্রায় ১৪ গ্রামের বাসিন্দারা জলাবদ্ধতায় পড়বেন। এলাকাবাসী ভূমিদস্যূদের হাত থেকে খালটি দখলমুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় আলাউদ্দিন ও হোসেন আলী জানান, এ খালটি দখল হয়ে গেলে ১৪ গ্রামের মানুষ জলাবদ্ধতায় পড়ে চরম ভোগান্তীতে পড়বে। শামীম মিয়া জোড় পূর্বক খালটি দখল করে স্থাপনা তৈরি করছে। তাকে বাধা দিতে গেলে সে সাধারন মানুষের উপর হামলা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানীর হুমকি দেয়। তাই তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে শামীম মিয়া জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে যাতায়াতের জন্য খালে বালু ভরাট করে রাস্তা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থাপনার কাজ বন্ধ করে সাত দিনের মধ্যে খালটি অবমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাল অবমুক্ত না করলে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।