সোনারগাঁয়ে পল্লী টিভির চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

লাইভ নারায়ণগঞ্জ : পল্লী টিভির চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কামরুজ্জামান কাজলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পল্লী টিভির সোনারগাঁ প্রতিনিধি মো. হাবিবুর রহমানের উদ্যোগে শুক্রবার (২২ মার্চ) বাদ জুম’আ উপজেলার নয়াপুর উত্তরপাড়া জামে মসজিদে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান দোয়া পরিচালনা করেন।

এসময় পল্লী টিভির ডাইরেক্টর ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।