সোনারগাঁয়ে র‌্যাব-গ্রামবাসীর সংঘর্ষ, র‌্যাবের মামলায় আসামী শতাধীক

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ-ও গোলাগুলির ঘটনায় নিহত বৃদ্ধের ছেলেসহ ২১ জনের নাম উল্লেখ করে এবং শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

রোববার (১৯ মার্চ) র‌্যাব-১১–এর ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, ঘটনার পর আটক পাঁচজনকে র‌্যাব সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি।

এদিকে, সংঘর্ষের পর ২০জনকে আটক করে নিয়ে যায় র‌্যাব। পরে আজ সকালে ১৫জনকে ছেড়ে, নিহত বৃদ্ধর ছেলেসহ ৫জনকে গ্রেফতার দেখায় র‌্যাব। যদিও এ বিসয়ে র‌্যাবের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৮ মার্চ দিবাগত রাতে সোনারগাঁয় উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় আসামী আটক করতে গিয়ে গ্রামবাসীর সাথে র‌্যাবের সংঘর্ষ ও গোলাগোলি ঘটনা ঘটেছে। এতে এ ঘটনায় আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। পাশাপাশি ১০ জন গ্রামবাসী এবং ৪ জন র‌্যাব সদস্য আহত হয়েছে।