লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অবৈধ সহস্রাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা শিল্পাঞ্চল এলাকার নিউটাউনের আশপাশের বিভিন্ন গ্রাম ও মহল্লায় এ অভিযান চালানো হয়।
এ সময় আরও সাতটি হোটেল-রেস্তোরাঁর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এ ছাড়া দুই কিলোমিটার এলাকা থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপলাইন তুলে নেওয়া হয়।
এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মিয়া বলেন, উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় দীর্ঘদিন ধরে সাতটি হোটেল-রেস্তোরাঁয় অবৈধ গ্যাস সংযোগ ছিল। এ ছাড়া গঙ্গানগর, নয়াচর, নিউটাউন গ্রামে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সহস্রাধিক বাড়িতে রান্নার কাজ চালানো হতো। ওই এলাকা থেকে সরকার বছরে প্রায় কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। তাঁর সঙ্গে ছিলেন তিতাসের মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান, আতিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।