লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন যাত্রী। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও ললাটি এলাকার সালাম স্টিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবুল কাশেম।
নিহত ব্যক্তির নাম মোমেন (৩০)। সে সোনারগাঁও উপজেলা মুমুর্দী গ্রামের আবু তালেবের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাশেস জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের সদস্যদের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।