সোনারগাঁয় নদীর পাড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের চরহোগলা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শম্ভুপুরার চরহোগলা থেকে উদ্ধার করা হয় লাশটি।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালম আজাদ জানান, মঙ্গলবার এলাকাবাসী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে জিন্সের প্যান্ট ও ধূসর রংয়ের জ্যাকেট পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ৪-৫ দিনে আগে কোন এক সময় ওই অজ্ঞাত ব্যক্তি দুর্ঘটনা জনিত বা অন্য কোন কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। নদীর জোয়ারের পানিতে ভেসে লাশটি আসে এখানে।