লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত রহিম গ্রুপের প্রতিষ্ঠান রহিম
স্টিল মিলস লিমিটেড এর কারখানায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম সুরুজ মিয়া (৩৭)। তিনি ওই কারখানার ক্রেন চালক। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।
তবে দূর্ঘটনার খবর পেয়ে সকালে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাওয়া সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে
দেয়া হয় নি। নিরাপত্তা রক্ষীরা সাংবাদিকদের ভেতরে প্রবেশ কর্তৃপক্ষের নিষেধ জানিয়ে বাধা দেন।
রহিম স্টিল মিলের প্রধান পরিচালন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে জানান, শনিবার ভোর রাত তিনটার
দিকে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিকভাবে লিকেজ হয়ে যায়। এসময় বেশ কিছু
পরিমান উত্তপ্ত গলিত লোহা ছিটকে ক্রেনচালক সুরুজ মিয়ার শরীরে পড়লে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সকালে খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তিনি আরো জানান, দূর্ঘটনার সময় কারখানায়
কর্মরত সুরুজ মিয়ার আরো দুই ভাই সেখানে কাজ করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষভাবে দেখেছেন। সুরুজ মিয়া ছাড়া আর
কারো কোন ক্ষতি হয়নি। এ দূর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে
বলে জানান তিনি। তিনি বলেন, যে কোন দূর্ঘটনায় কোন শ্রমিক, কর্মচারী বা কর্মকর্তা হতাহত হলে মালিকপক্ষ ক্ষতিপূরণ
দিয়ে থাকেন। পাশাপাশি তার পরিবারের স্বজনদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। নিহত সুরুজ মিয়ার ব্যাপারেও সেরকম
পদক্ষেপ নেয়া হবে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক সলিমুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে
রাখা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, সকালে রহিম স্টিল মিলে
অগ্নি দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে আদমজী ইপিজেড স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে সেখানে গিয়ে জানা যায়, অগ্নিকান্ড হয় নি। চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহার ফুলকি ছিটকে পড়ে ক্রেনচালক নিহত
হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।