লাইভ নারায়ণগঞ্জ: শহরের সবচেয়ে বড় স্টুপিড অরাজকতা তৈরীকারীর নির্দেশে, একজন ওসি ‘জামাতের এক আমিরে’র সাথে আমার বাবা আলী আহম্মদ চুনকাকে জড়াচ্ছে। আমি ওই ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বিরুদ্ধে মামলাও করবো।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় জনকল্যাণ সংসদ এর শুভ উদ্বোধন হয়। নগরীর দেওভোগ দুই নং বাবুরাইল এলাকায় ওই অনুষ্ঠানের আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
মেয়র আইভী বলেন, আলী আহম্মদ চুনকাকে এই শহরের এমন কোন মানুষ নেই যে, না চিনত! আমি হয়তো আমার বাবাকে ভালো করে দেখতে পারি নাই। যেটা আপনারা দেখেছেন। আমি এই এলাকার মুরুব্বিদের কোলে পিঠে করেই বড় হয়েছি। আমি সেই সন্তান। এখন আপনাদের চোখের সামনে আমার নামে বিভিন্ন কথা বলা হয়। ‘বলুক’ । কিন্তু আলী আহম্মদ চুনকাকে নিয়ে যখন বলে যে, তিনি রাজাকারের পৃষ্ঠপোষকতা করেছেন। তখনও কি এই শহরের কারো উচিৎ নয় কোন কথা বলা! এত ভয় কেন?
মেয়র বলেন, ৪০ বছর আগে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। যারা মুক্তিযোদ্ধা আছেন, তাঁরা তো দেখেছে, তিনি মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। কত রক্তপাত ঠেকিয়েছেন। আজ তার বিরুদ্ধেই কথা বলা হয়। আর আমরা চুপ করে থাকি!
মেয়র আইভী বলেন, একদিন এমন হবে যখন নিজেরা বিপদে পড়বেন। তখন অন্য কেউ এগিয়ে আসবেনা। আমি বলবো না যে, আপনারা আমার মতো রাস্তায় নামেন। অন্তত এর বিরুদ্ধে আল্লাহর কাছে তো প্রতিবাদ করতে পারেন। আল্লাহ যেন তাদের বিচার করে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তাকে রাজাকারের সাথে সংশ্লিষ্টতার কথা বলা হয়! তাহলে তো আমি মনে করি এই শহরের সকল মুক্তিযোদ্ধার রাজাকারের সাথে সংশ্লিষ্টতা আছে।
অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, হাজীগঞ্জ কেল্লা মামলা চলছে। আমরা ১০ থেকে ১৫ দিনের মধ্যে উচ্ছেদে যাবো। উচ্ছেদ বলতে পুলিশের সহযোগিতায়। মামলার রায় হয়েছে। আদালত একদম স্পষ্ট ভাবে অর্ডার দিয়েছে, ডিসি এসপি নিয়ে উচ্ছেদ করে ঐ জায়গা পরিষ্কার করে জনগণের ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে।
তিনি আরো বলেন, আপনারা ভাবেন মেয়র কেন এত ঝগড়া করে? আমি যেই কাজটাই করি বাধা আসে! আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, মেয়র যা কিছু করে সব সাধারণ মানুষের ভালোর জন্য করে। এই শহরে যত কঠিন কাজ আছে, সব আমার জন্য। আর আমি মনে করি আমারে সব কঠিন কাজের জন্যই পাঠানো হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রাশেদ রাশু, এনসিসির সাবেক প্যানেল মেয়র হাজী ওবায়েদুল্লাহ, জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক খাবির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আলমাস আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এর সদস্য ইমামুল হাসান স্বপন প্রমুখ।