স্ত্রীর করা অভিযোগে স্বামী রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্ত্রীকে উপর নির্যাতন করায় ও হত্যার চেষ্টায় স্বামীকে ১ দিনের রিমান্ডে নিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রিমান্ড প্রাপ্ত আসামী হলো মুন্সিগঞ্জ থানার কোটগাঁও এলাকার আনিছুজ্জামান এর ছেলে জালাল উদ্দিন রুমি ওরফে রাজন (৩৮)।তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২ জানুয়ারী) সকালে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন এর আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের দাবী, জালাল উদ্দিন রুমি ৪ বছর পূর্বে মেহেরিন মিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বিবাহ ছিল রুমির দ্বিতীয় বিবাহ। বর্তমানে ২ ছেলের জনক তিনি। বিবাহের পর থেকেই নানা কারণে স্ত্রী মেহেরিন মিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে রুমি। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সে স্ত্রীর নিকট ৫ লক্ষ্য টাকা যৌতুক দাবী করেন। মেহরিন মিম যৌতুক দিতে অস্বীকার করায় তাকে মারধর করে রুমি। এসময় মিম ৬ মাসের অন্ত:সত্ত্বায় ছিল। এছাড়াও দুই সন্তানকে রুমি মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু হুমকিতে কোন কাজ না হওয়াতে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত ২টার দিকে মিমের রুমে এসে ৫ লক্ষ্য টাকার দাবী করে রুমি। এর পাশাপাশি মিমকে মারধরও করতে শুরু করে। একপর্যায় রুমি হত্যার উদ্দেশ্যে রান্না ঘর থেকে খুনতী নিয়ে আসে। এছাড়াও মিমকে পুরিয়ে মারার জন্য ঘরের দরজা জানালা বন্ধ করে কাপড়-চোপড়ে আগুন ধরিয়ে দেয়। আশে-পাশের লোকজন বাড়ীর গেইটের তালা ভেঙে মিমকে উদ্ধার করে। এ ঘটনার পর মেহরিন মিম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

কোর্ট পুলিশের এএসআই শারমিন জানান, প্রাথমিক তদন্তে আসামী রুমির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। তাই এঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে ১ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments