স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীর ১ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় মো. রাশেদ রানা নামের এক যুবককে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। মামলার অভিযোগ পত্রের সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামী মো. রাশেদ রানা সূত্রাপুর থানার নারিন্দার বেগমগেঞ্জ লেনের আব্দুর গফুর মোল্লার ছেলে।

আদালত থেকে জানা গেছে, ২০১১ সালের ১ জুন বিকাল ৮টায় আসামী রাশেদ রানা স্ত্রী রাজিয়া সুলতানাকে ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করে সাধারণ জখম করেন। আসামী রাশেদ রানা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় সার্বিক পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের সহকারি জানান, আসামী আত্মসর্ম্পণ বা পুলিশ কর্তৃক গ্রেপ্তারের তারিখ থেকে সাজার মেয়াদ কার্যকর হবে।