স্ত্রী’র মর্যাদা চান অসহায় নাসরিন

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের প্রতারক নূরুল ইসলামের প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে সোনারগায়ের অসহায় যুবতী নাসরিন(২৮)। নিরীহ ওই যুবতী ২মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে স্ত্রী’র মর্যাদা পেতে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও কোন প্রতিকার পাচ্ছেনা।

সুবিচার পেতে ভুক্তভোগী নাসরিন বাংলাদেশের মানবাধিকার সংগঠন ও প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে। প্রসঙ্গতঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোড়গারচর টেকপাড়ার নুর হোসেনের প্রবাস ফেরত কন্যা নাসরিন পার্শ্ববর্তী বন্দর থানার মিরকুন্ডি এলাকার বাবু মিয়ার পুত্র নুরুল ইসলামের সাথে বিগত পাঁচ বছর আগে জানা শোনা হয়। এই পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিগত ২০১৫ সনে প্রেমিক নুরুল ইসলাম মধ্যপ্রাচ্যের দুবাই চলে যাওয়ার তিন মাসের মাথায় তার প্রেমিকা নাসরিনকেও দুবাই নিয়ে যান। সেখানের একটি মসজিদে বিয়ের কালেমা পড়ে উভয়ে স্বামী-স্ত্রীর বন্ধনে আবদ্ধ হন এবং প্রবাসে একছাদের নিচে বসবাস করতে থাকেন। পাশাপাশি স্ত্রী নাসরিন যা আয় করতেন সে বেতন থেকে প্রতিমাস এক হাজার রিয়েল স্বামী নুরুল ইসলাম তার কাছে রেখে বাকী একশ রিয়েল স্ত্রীকে দিতেন। সরল বিশ্বাসে নাসরিন তার রোজগারের টাকা স্বামীর হাতে তুলে দিতেন।
সম্প্রতি গত বছরের নভেম্বর মাসে প্রেমিক ও স্বামী নুরুল ইসলাম একরকম জোড় করে প্রেমিকা নাসরিনকে প্রবাসে রেখে দেশে ফিরে আসে। দেশে এসেই প্রতারক স্বামী সমস্ত যোগযোগ বন্ধ করে দেন। ফলে গত ১৫ ডিসেম্বর ২০১৮ তারিখে স্ত্রী নাসরিন দেশে ফিরে এসে স্বামীর বাড়ীতে যেতে চাইলে প্রতারক স্বামী তাকে কিছুদিনের মধ্যে স্ত্রীর সম্মাণ দিয়ে ঘরে তুলে নিবে বলে জানায়। কিন্ত প্রায় দুই মাস পার হয়ে গেলেও স্বামী নামের প্রতারক নুরুল ইসলাম নাসরিনকে নিয়ে যাওয়ার কোন পদক্ষেপ না নিলে গত কয়েকদিন পূর্বে নাসরিন তার পিতা-মাতাকে নিয়ে প্রতারক স্বামীর বাড়ীতে গেলে তাদেরকে বাড়ী থেকে বের করে দেয় এবং নাসরিনকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। বিষয়টি মিরকুন্ডি এলাকায় জানাজানি হলে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এলাকার মেম্বার ও গন্যমান্য ব্যক্তিরা প্রতারক নুরুল ইসলামকে স্ত্রী হিসেবে নাসরিনকে ঘরে তুলে নিতে বললে সে তাদের সাথে খারাপ আচরণ করে ও নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নেবেনা বলে জানায়।সে আরো জানায় খুব তাড়াতাড়ি অন্যত্র সে বিয়ে করবে। এই বিষয়ে ন্যায় বিচারের আশায় ভূক্তভোগী নাসরিন প্রতারক নুরুল ইসলামের সন্তান গর্ভে ধারন করে উভয় এলাকার সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments