স্বাধীনতা দিবসে নাসিম ওসমান স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়গঞ্জ: স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করেছেন নাসিম ওসমান স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে নগরীর চাষাড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তাবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।

মরহুম নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান এবং পুত্র আজমেরী ওসমান পক্ষে নাসিম ওসমান স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন সদস্য মো. নাসির, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন রূপু প্রমুখ।