লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুল’র সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়। রবিবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ ওই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুল’র চেয়ার পার্সন মোহাম্মদ হাতেম।
মোহাম্মদ হাতেম বলেন, মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরতে হবে। তারা যদি বুঝে স্বাধীনতা কি, কেনো হয়েছে। এগুলো জানা তাদের জন্য জরুরী। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। সেই ডাকে বাঙ্গালী জাতি ঝাপিয়ে পড়েছিলো স্বাধীনতার যুদ্ধে। আমাদের স্কুলের যারা শিক্ষক আছে তাদের প্রত্যেকের উচিৎ শিক্ষার্থীদের বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানানো। শিক্ষার্থীদের অনুধাবন করতে হবে স্বাধীনতা দিবস আসলে কি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুল’র ভাইস চেয়ার পার্সন সেলিনা বেগম, মেম্বার সেক্রেটারী বাবু, পরিচালক মো. সাইফুল ইসলাম, মোসা: হুমাইরা রহমান, মো. ইকবাল হোসাইন শিপন, মো. জাহাঙ্গীর মিয়া প্রমুখ।