লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৫টি উপজেলায় ভর্তুকি মূল্যে ১ লাখ ৬৯ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য স্মার্ট কার্ডের মাধ্যমে বিতরণ ও পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদুল হাসান।
বুধবার (২৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ উপজেলার পৌরসভা ও ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনসহ উর্ধ্বতন কর্মকর্তারা ও নেতৃবৃন্দ।