সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তিতে নগবাসী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সড়ক অবরোধ করে ফের ৮ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন। তাদের এ কার্যক্রমে সড়কে বাঁধে যট, ভোগান্তিতে পরেন নগরবাসী।


মঙ্গলবার ( ১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ২নং রেলগেইট বঙ্গবন্ধু সড়কে হোসিয়ারি শ্রমিকদের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। পরে তারা নগরীর ২নং রেলগেইট হতে মিছিল শুরু করেন। প্রেস ক্লাব, চাষাঢ়া হয়ে পুনরায় ২নং রেলগেইট পাড় হয়ে সদর থানার পুকুর এলাকায় আসে। সবশেষে চুনকা পাঠাগার হয়ে ২নং রেলগেইট এসে মিছিলটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, হোসায়ারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রমজান সরদার, আব্দুল মতিন, স্বপন দত্ত, আব্দুল হাই শরীফ, সাবকে সাধারণ সম্পাদক তমল এছাড়াও সর্বস্তরের হোসিয়ারি শ্রমিক বৃন্দ।

হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি স্বপন দত্ত বলেন, এই আন্দোলন আমাদের পেটের দাবী। আমাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা হয়না, কিন্তু মালিকদের ঠিকই হয়। আমরা মোটা চালে ভাত খাই। আর মালিকরা চিকন চালের ভাত খায়। আমাদের দাবী না মেনে নিলে নারায়ণগঞ্জে আগুন জলবে।

অপরদিকে যানযটের ফলে ভোগান্তির শিকার হন নগরবাসি। গর্ভবতি সাথি নামে এক রোগি বলেন, আমি ডাক্তার দেখাতে যাব। কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে যেতে পারছিনা। তারা একটা সাইড আমাদের চলাচলের জন্য সুযোগ করে দিলে আমরা যেতে পারতাম। তাদের কারণে জ্যামে বসে আমরা কষ্টের শিকার হচ্ছি। তাই প্রশাসন যেন এ বিষয়টা দেখে আমার অনুরোদ রইল।
এবিষয়ে সদর থানা তদন্ত ওসি মিজানুর রহমান জানানো হলে তিনি বলেন, আমরা বিষয়টা দেখছি এবং সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি।