স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল করেছে মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (৫ মার্চ) বিকাল ৫ টায় নগরীর ২ নং রেলগেইট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় দোয়াটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রোকন উদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, তথ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নুরুন্নাহার সন্ধা,উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সারোয়ার তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, গোগনগর আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, এনসিসি ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সহ সভানেত্রী জাহানারা আখি, মহিলা আওয়ামীলীগ নেত্রী নিলা আহমেদ, সিমা সুলতানা সর্ব স্তরের নেতৃবৃন্দ।