সড়ক দূর্ঘটনায় আ.লীগ নেতার ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মটর সাইকেল ও অটোবাইক মুখোমুখি সংঘর্ষে রাসেল (৩৭) নামেরেএক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত রয়েছে অটো বাইকের ২ যাত্রী।

শুক্রবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বন্দরের আমিরাবাদ বাস স্ট্যান্ডে সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাসেল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নূরুল ইসলাম চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেল চালিয়ে নবীগঞ্জ থেকে নিজবাড়ি যাওয়ার পথে মদনপুর থেকে আসা একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত জখম হয় রাসেল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আহত দুই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাদের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত রাসেলের পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রেকর্ড করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments