হত্যা করে পলাতক, ফতুল্লায় র‌্যাব কর্তৃক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৮ মার্চ) ফতুল্লার গাবতলী মাসদাইর কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রেজাউল ইসলাম (৩২)। সে পাবনা আটঘরিয়া উপজেলার শিবপুরের বোয়ালিয়াপাড়া এলাকার মো. হানিফ’র ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল মঙ্গলবার ফতুল্লার গাবতলী মাসদাইর কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো. রেজাউল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পাবনা জেলার আটঘরিয়া থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।