স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: হাসপাতালের কোটি টাকার সরাঞ্জমাদি ও ফার্নিচার আত্মসাৎ করার অভিযোগে মো. সেলিম রেজাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এর আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামী মো. সেলিম রেজা চানপাড়া এলাকার মৃত. হালিম সাউদের ছেলে তিনি মামলার এজাহার সূত্রে জানা যায়, রূপগঞ্জের ডেবিকেপি কমিউনিটি হাসপাতালের ম্যানেজার হিসেবে মো. সেলিম রেজার দায়িত্বরত ছিলো। হাসপাতালের বিভিন্ন সরাঞ্জমাদি ও ফার্নিচার দেখা শুনার দায়িত্বে থাকাবস্থায় জালিয়াতির মাধ্যমে ১ কোটি টাকার মালামাল অন্যত্রে বিক্রি করে টাকা আত্মসাৎ করে।
পরবর্তীতে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ধরা খায়। আত্মসাতর্কৃত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন র্কর্তৃপক্ষ। কিন্তু আসামী টাকা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ চেয়ারম্যান খালেক টাকা বুঝিয়ে দেওয়ার কথা বললে তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে শান্তিমত হাসপাতাল চালাতে চায়লে নগদ ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় তাকে যেখানে পাবে সেখানেই গুলি করে মেরে ফেলবে।
এরপর হাসপাতালের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও চেয়ারম্যান খালেক বাদী হয়ে রূপগঞ্জ থানায় আসামী মো. সেলিম রেজার বিরুদ্ধে জালিয়াতি ও চাঁদাবাজির মামলা করেন। রূপগঞ্জ থানার মামলা নং ১২(২)১৯। মো. সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগ থাকায় আসামীকে গ্রেফতার করে আদালতে উঠানো হলে আসামীর পক্ষের আইনজীবী জামিন চায়লে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করেন।
এ মামলার বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আসামী মো. সেলিম রেজা জালিয়াতি ও চাঁদাবাজি মামলার সাথে জড়িত থাকায় আদালত তার রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আর্দেশ দিয়েছে।