স্টাফ করেসপেন্ডন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর লিংক রোডের পাশে পরে থাকা গাড়ি অপসারণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি আরো বলেন, জেলার বিভিন্ন হাসপাতালের সামনে ধূলোবালি যেন না থাকে সে ব্যবস্থা করবো আমরা। প্রতিদিন একবার করে হলেও হাসপাতালের সামনে রাস্তা গুলোতে পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। বি আই ডবিউ টি এ, ঢাকা ওয়াসা ও ফায়ার সার্ভিস এ বিষয়টি নিয়ে কাজ করবে।
সভায় জেলা প্রশাক রাব্বি মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী (সার্বিক), অতিরিক্ত পুলিস সুপার সুবাস চন্দ্র সাহা, জেলা সিভিল সার্জেন এহাসানুল হক, জেলা ফায়ার সার্বিসের উপ সহকারি পরিচালক আব্দুল আল আরেফিন, জেলা পরিষদের নির্বাহী অফিসার সুব্রত পাল, বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাষ, পরিবেশ অধিদপ্তরের ভারপাপ্ত অফিসার নয়ন মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ।
এসময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রাস্তা ঘাট, নদী, পরিবেশ, শিক্ষা ও সাংস্কৃতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।