স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। আজ বৃহস্পতিবার উৎসবটি পালিত হচ্ছে । বাংলাদেশে এই উৎসবটি ‘দোলযাত্রা’ নামেও পরিচিত। হোলি উপলক্ষে সকালে ইসকন এর পক্ষথেকে এক বিশাল মিছিল বের হয়। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে নারায়ণগঞ্জ দেওভোগ জিওর আখরা ঝাকজমক পূর্ণ ভাবে উৎসবটি পালন করছে।
সেখানে তরুণ-তরুণী, যুবক যুবতী থেকে শুরু করে প্রায় সকল ধরনের মানুষ নেচে গেয়ে একে অপরকে রং মেখে উৎসবটি পালন করছে।
এছাড়া চাষাড়া রাম-কৃষ্ণ মিশনে আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৮৪ তম জন্মতিথি উপলক্ষে সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে
সভাপতি শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীস্বপন ভট্টাচার্য এম.পি মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, এ.কে.এম শামীম ওসমান এম.পি , রাব্বী মিয়া জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, হারুন অর রশীদ পুলিশ সুপার নারায়ণগঞ্জ, শ্রীপ্রবীর কুমার সাহা পরিচালক, এফ.বি.সি.সি.আই, শ্রীঅমল পোদ্দার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।
দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হয়। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠে।