স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তিনি ঘরোয়া মিটিং করলেও উপচে পরে নেতাদের উপস্থিতি। করলে কর্মীসভা হয়ে যায় জনসভা। হঠাৎ ঘোষনায় লাখ লাখ লোকের সমাগম ঘটান। তার প্রতিটি সভায় নেতাকর্মীদের ছাড়াও আগ্রহী শ্রোতা থাকেন বহু। কী বলেন, তা শুনতে প্রহর গুনেন স্বাভাবিক সময়েও। আজ যখন তার সভাটি হচ্ছে, নারায়ণগঞ্জে এক বিশেষ অস্থিরতা বিরাজ করছে। আর তাই সভা ঘোষণার পর থেকে নেতাকর্মীসহ সকলের অধীর অপেক্ষা কী বলবেন আজ।
যার সভা, তিনি নানা আলোচনা সমালোচনায় সারাদেশসহ বিদেশেও ব্যাপক পরিচিত। যার নামের আগে প্রভাবশালী সাংসদ শব্দটিও ব্যবহার করা হয়। অনেক অনুষ্ঠানেই প্রতিমন্ত্রী বিশেষ অতিথি অথচ তিনি প্রধান অতিথি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের শামীম ওসমান। যিনি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের শামীম ওসমান। তাকে অনেকই বলেন হ্যামিলনের বাঁশিওয়ালা।
আজ শনিবার(৬এপ্রিল) নগরীর অক্টোঅফিস সংলগ্ন বাংলা ভবনে সভা তার। জেলা ও মহানগর আওয়ামীলীগের একাধীক নেতা জানিয়েছেন, দলটির সকল সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত থাকবেন।
বিকালে সভার খবর প্রচার হওয়ার পর থেকেই সর্বত্র আলোচনা ‘শনিবার কী বলবেন শামীম ওসমান’।
তবে, স্যোশাল মিডিয়ায় সন্ধ্যা থেকে সাংসদ শামীম ওসমান সমর্থীত নেতাকর্মীদের নানা ধরনের পোষ্ট লক্ষ্য করা যায়। একজন লিখেছেন ‘হ্যামিলিয়নের বাঁশির সুরের অপেক্ষায় বসে আছে মুজিব রনাংগন এর সৈনিকেরা। বাঁশির সুর বাজলেই খেইল খতম।’
এদিকে কর্মী সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল জানান, “ফতুল্লা থানা আওয়ামী লীগের ব্যানারে ইসদাইর বাংলা ভবনে দুপুর তিনটার দিকে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংসদ তার কর্মীদের সাথে এদিন আলোচনা করবেন।”
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী জানান, “নির্বাচনের পূর্বে কর্মীদের কাছে তিনি কথা দিয়েছিলেন সব এলাকায় এলাকায় যাবেন। সে বিষয় নিয়েই তিনি কর্মীদের সাথে কথা বলবেন।”
মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, শামীম ভাইয়ের আহ্বানে আওয়ামীলীগের সকল সংগঠনের সর্বস্তরের শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন। আপনারা জানেন িএখন বিশেষ একটা সময় যাচ্ছে নারায়ণগেঞ্জে। তাই নেতাকর্মীরা অপেক্ষায় আমাদের নেতার কথা শুনতে।
সূত্র বলছে, গেল কয়েকদিন ধরেই শহরজুড়ে আলোচনায় ‘সাংসদ শামীম ওসমানের সাথে জেলা পুলিশ সুপারের দূরত্ব’। এরমধ্যে সাংসদের স্নেহভাজন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের নামে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন একই থানার ওসি (বিদায়ী) শাহ মঞ্জুর কাদের। এছাড়াও সাংসদের শ্যালক তানভীর আহম্মেদ টিটুকে মেরী এন্ডারসনে মাদক ব্যবসার পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করা হয়। পাশাপাশি তার আরেক ঘনিষ্ঠজন নাজমুল আলম সজলকে শিশু সাদমান সাকিকে অপহরণকারী হিসেবেও উল্লেখ করে সভা সমাবেশ হয়েছে নগরে। তাছাড়া সাংসদের ছেলের সম্বন্ধি বিকির নামে মামলা দায়ের। ব্যবসায়ী সংগঠনের পক্ষে টিটু নাজমুল ইস্যুতে আল্টিমেটাম। সব মিলিয়ে গত কদিন ধরে বেশ উত্তাপ ছড়াচ্ছিলো শহরের পরিবেশ।
তবে, এতকিছুর মধ্যেও নিশ্চুপ ছিলেন সাংসদ শামীম ওসমান। বলেননি কোনো কথাই। এ নিয়ে তার কর্মীদের মধ্যেও বিরাজ করছিলো নানা আলোচনা সমালোচনা। অন্যদিকে সাংসদের নিন্দুকেরা এ নিয়ে ছড়াচ্ছিলো নানা কুৎসা। যার ফলে শনিবারের কর্মী সম্মেলন বা সভাটি অনেকের কাছেই অত্যন্ত গুরুত্ববহন করে। সবারই এখন আগ্রহ, কী বলবেন সাংসদ শামীম ওসমান, কর্মীদেরকেই বা কী দিকনির্দেশনা দিবেন, তা জানার জন্য।