স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শহরের ১ নং রেল গেইট থেকে কালিবাজার পোস্ট অফিস পর্যন্ত এবং নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন নারায়ণগঞ্জ।
শুক্রবার (১ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় বিডি ক্লিনের ৪০ জন সদস্য এ কর্মসুচি পালন করে।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অপু রায়হান, তৌকির, সাঈদ সেলিম আকাশ, মাজেদ, এস আই বাবু, মোস্তফা, সম্রাট, মো:জামান হোসেন হৃদয়, সুমন, গালিব, রফিকুল শান্ত, জান্নাতুল ফেরদাউস, নাহিদ ভূইয়া সোহাগ, জয় দত্ত, সাঈদ সেলিম, সাদ্দাম, মেহেদী, মিশাত, চাঁদনি, অমিত হাসান, রাসেল, ইয়াসিন, মোস্তফা, রাজু, আরিফ, মিমরাজ রাহুল, মনিকা মনি, প্রসেঞ্জিত, সাদ্দাম, কামরুজ্জামান সাগর, সাব্বির, ইসমাইল, রবিউল ইসলাম।
এ সময় বিডি ক্লিন নারায়ণগঞ্জের ৭ নং মনিটর হিসেবে মো. মোস্তফা কে মনোনীত করা হয়। শপথ পাঠ করান বিডি ক্লিনের মনিটর অপু রায়হান। ইভেন্ট টি পরিচালনা করেন বিডি ক্লিন নারায়ণগঞ্জের সমন্বয়কারী এস এম বিজয়।