বন্দর (যুগের চিন্তা ২৪): অর্থ আত্মসাত মামলা ১০ বছরের সাঁজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন ওরফে দুলাল (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে বন্দর জামাইপাড়াস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন বন্দর থানার এইচ এম সেনরোডস্থ জামাইপাড়া এলাকার মৃত হযরত আলী মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক প্রদুৎ সরকারসহ সঙ্গয়ি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জামাইপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ অর্থ আত্মসাৎ মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী দুলালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত দুলালকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
লবণ বোঝাই ট্রাকে ৬ হাজার ইয়াবা, আটক ৩
Details