১৫ই ফেব্রুয়ারি ‘নারায়ণগঞ্জস্থান’এর মাসিক আড্ডা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১৫ ফেব্রুয়ারী, জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই আমাদের নারায়ণগঞ্জ। আর এই দিনে মাসিক আড্ডার আয়োজন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’।

আগামী (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শেখ রাসেল লেকে অনুষ্ঠিত হবে এ আড্ডা। ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবে গ্রুপ মেম্বারদের মধ্যে প্রীতিসুলভ সম্পর্ক করতে এ আড্ডার আয়োজন করেছে গ্রুপ এডমিন ও মডারেটরবৃন্দ। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে নগরীকে চমক দেখাতে নানা আয়োজনের ব্যাপারে সদস্যদের সাথে আলাপ হয় এ আড্ডায়।

১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) আড্ডায় গ্রুপ এর যাবতীয় দোষ-গুণ, ভালো-মন্দ সব কিছু নিয়েই হবে আলোচনা। আন্তজার্তিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিতব্য র‌্যালি নিয়েও হবে আলোচনা। হবে আসন্ন ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। প্রতিবারের মতো এই বারও ভাষা শহীদদরে প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্যে র‌্যালির আয়োজন করবে নারায়ণগঞ্জস্থান।