স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আজকে আমাদের বাচ্চাদের পুথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না। সব বাচ্চারা কিন্তু আইনস্টাইন হবে না। শুধু ভিডিও গেম খেললে, ফেসবুকিং করলে কেউ বিজ্ঞানী হবেনা, বই পড়তে হবে। বাংলাদেশ সরকার মার্চের ১৫ তারিখ থেকে পর্ণ সাইট বন্ধ করে দিবে। ৪ ফেব্রুয়ারি আমাদের কাছে এমন নির্দেশনা এসেছে। এর পর থেকে কেউ আর পর্ণ সাইটে ঢুকতেই পারবে না। ১৮ বছরের নিচে একটা বাচ্চা যদি পর্ণ সাইটে প্রবেশ করে সে তো কিছু বুঝবেনা। আমাদের বাচ্চাদরেকে শিক্ষিত হতে হবে। তাদের পড়াতে হবে বই। ’
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর পুরান কোর্ট সংলগ্ন জেলা গণগ্রন্থগার ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার এসব কথা বলেন। জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে গণগ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থগার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বাড়ি, সানারপাড় রওশন আরা কলেজের অধ্যক্ষ সৈয়দ মাজহারুল ইসলাম, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আইডিয়াল স্কুলের সভাপতি কাশেম জামান প্রমুখ।
জসিমউদ্দিন বলেন, আমরা যেন বই পড়ি। পৃথিবীতে যতজন মহান মানুষ আছে কেউই বই পড়া ছাড়া মহান হতে পারেনি। পবিত্র কুরআনে বলা হয়েছে পড় তোমার প্রভুর নামে। অর্থাৎ জ্ঞান আহরনের কথা বলা হয়েছে।
এডসি আরো বলেন, হাদিসে বলা আছে জ্ঞানী ব্যাক্তির কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামী। মানুষের জীবন হচ্ছে ভ্রমন। পবিত্র কুরআন ও বাইবেলে বলা আছে মানুষের জীবন এক পর্যায় এসে শেষ হয়ে যাবে। আপনারা বই পড়ে যেটা জানবেন সেটা মানুষকে জানাবেন। বই পড়ার মাধ্যমে আমরা সবাই নিজেকে মানব সেবায় নিযোজিত রাকব।