স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে দেশের বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি (রবিবার) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পর সবচেয়ে বেশি আলোচনায় থাকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। কেননা এ নির্বাচনে অংশগ্রহন করেন দেশের খ্যাতি সম্পন্ন বিভিন্ন রাজনীতিবিদ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক সভা শেষে এ তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল গুলোতে যেমন উৎসাহ বিরাজ করে ঠিক তেমনই উৎসাহ রয়েছে গনমাধ্যমেও।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বর্তমান ক্ষমতাশীনদল আওয়ামী লীগের মনোনয়ন পত্র ক্রয় করেছেন ৪ জন। তারা হলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এ ছাড়া নির্বাচনকে সামনে রেখে যদিও এখনো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র পক্ষ থেকে এ নির্বাচনে অংশগ্রহন করার বিষয়ে কোন কিছু জানানো হয়নি। সর্বশেষ তথ্য মতে, দেশের যে কোন নির্বাচনের অংশ না নেয়ার কথা সাফ জানিয়ে দিয়েছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তবে তার পরেও এ নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছে পোষন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি’র অনেকেই। তারা বলছেন, দল অনুমতি দিলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহন করবো।
এ দিকে রাজনৈতিক এ র্শীর্ষ দুটি দল বাদেও বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে এ নির্বাচনে অংশ নেয়ার জন্য উঠে আসছে আরও অনেক প্রার্থীর নাম। চালিয়ে যাচ্ছে প্রচার প্রচারণাও।
জানা গেছে, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফুরোবে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে, আর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্তমানে নির্বাচিতদের মেয়াদ শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি। এই অবস্থায় বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন করে যেতে চাইছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসি।