স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে একজন মাদক ব্যবসায়ীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে বন্দর থানা পুলিশ। রিমান্ডপ্রাপ্ত আসামী হলো-চরঘার মোড়া এলাকার মৃত. নাজির আহম্মেদ এর ছেলে মো. নূর মোহাম্মদ (৬৮)।
রোববার (১০ মার্চ) সকালে আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ধারা অপরাধে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ূন কবির এর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭ মার্চ রাত সাড়ে ১০ টায় আসামী মো. নূর মোহাম্মদ এর বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপরে ইয়াবা বিক্রির সময় গ্রেফতার করেন প্রকাশ চন্দ্র সরকারের ফোর্স। সেসময় গ্রেফতারকৃর্ত আসামী মো. নূর মোহাম্মদ এর নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার নিবার্হী এসআই বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। র্দীঘদিন যাবৎ এলাকার আশে-পাশে ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসামীর নিকট আরো বিপুল ইয়াবা ট্যাবলেট আছে বলে এমন তথ্য প্রমান পাওয়া গেছে। তাই আসামীকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঝাসাবাদের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পালাতক আসামীদের গ্রেফতারের জন্য মো. নূর মোহাম্মদ কে ২ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।