লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বহুল আলোচিত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বিশাল নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) সকালে শহরের খানপুর হাসপাতাল এলাকা থেকে শোডাউনে নেতৃত্ব দেন মেয়র প্রার্থী তৈমূর আলম। এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন তিনি।
শোডাউন পূর্ব সমাবেশে বক্তব্যে তৈমূর আলম খন্দকারের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধাণ সমন্বয়কারী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ২০১১ সালের নির্বাচনে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সেই নির্বাচন থেকে সরে দাড়িয়েছিল। তার সেই ত্যাগের কথা সেদিন তার চোখের অশ্রæ আমরা নারায়ণগঞ্জ বিএনপির নেতা কর্মীরা ভুলে যাইনি।
তৈমূর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়ক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল আরও বলেন, কোভিডের ওমিক্রন সংক্রমন বাড়তে থাকায় একদিন আগেই আমাদের হাতি মার্কার সর্বশেষ শোডাউনের আয়োজন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার এই শোডাউন হবার কথা ছিল। স্বল্প সময়ের নোটিশেই বিশাল শোডউন করে নিজের অস্তিত্বের প্রমাণ দেন তৈমূর।
বুধবার সকাল থেকেই তৈমূর আলমের নেতা-কর্মী সমর্থকরা নগরের খানপুর হাসপাতালের সামনে সড়কে জড়ো হতে থাকেন। পথে পথে তৈমূরকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয় অনেকেই। তৈমূরও হাত নেড়ে ভোটারদের কাছ ভোট চান। নগরেরস ফুটপাতে থাকা ভোটাররাও পাল্টা হাত নেড়ে তৈমূরকে সমর্থন জানান।