২০ মার্চ গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে চাষাঢ়ায় গণসমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী।

আগামী ২০ মার্চ বিকাল ৩টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে গণসমাবেশটি অনুষ্ঠিত হবে। পরে অংশ নেওয়া নাগরীকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল করবে সামাজিক এ সংগঠনটি।

আমরা নায়ণগঞ্জ বাসির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু জানান, গ্যাসের মুল্য বৃদ্ধিকরার চক্রান্ত চলবে না। এই দেশে স্বাধীন, সার্বভৌম জাতীয় সংসদ আছে। সেই সংসদে নির্বাচিত এমপি মহোদয়রা আছেন। গ্যাসের মুল্যবৃদ্ধির যৌক্তিতা আমাদের দেশের সংসদে আলোচিত হতে হবে। আমি বিশ্বাস করি সংসদে এর আলোচনা হলে গ্যাসের মুল্য বৃদ্ধি না হয়ে আরো এর দাম হ্রাস পাবে।

এদিকে দুপুর থেকে নগরী সহ আশাপাশের এলাকায় মাকিং করে গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে গণসমাবেশটিতে আসার আহ্বান জানাতে দেখা গেছে।