২১ শে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুত জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাঙালির রক্তিম ইতিহাসে ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ৫২‘র ২ শে ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকরা নিজের জীবন উৎসর্গ করে, পুরো বাঙালিকে চির ঋণী হয়ে আছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের স্বাক্ষরে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় আরো জানানো হয়, ৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন কর্মসূচী অনুষ্ঠিত হবে। সূর্যোদয়ের সাথে সাথেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে ও বেসরকারি ভবনসমূহে সটিক নিয়মে. সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কর্মসূচি পালিত হবে।

সকাল সাড়ে ৬টায় প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদরে স্মরণে বিশেষ প্রার্থণার আয়োজন করা হবে। অন্যদিকে জেলা মহিল ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রিপারেটরী স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে।

এছাড়া চাষাঢ়ার রাইফেলস ক্লাবে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠ নের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে জেলা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেকা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ প্রতিযোগিতার বাস্তবায়নে রহমতউল্লাহ মুসলিম ইন্সটিটিউট অবদান রেখেছে। ৯-২০ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা চলবে।
জেলা তথ্য অফিসের আয়োজনে ফতুল্লা ডি আই টি মাঠ, কেন্দ্রীয় পৌর শহীদ মিনার ও নগর ভবন সংলগ্ন রাস্তার মোড়ে ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রদশর্নী অনুষ্ঠিত হবে।