স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: আগামীকাল (২ ফেব্রুয়ারি) হতে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষা এবং দাখিল পরীক্ষা। বাংলা ১ম পত্র দিয়ে এস.এস.সি এবং কুরআন ও তাজবীদ দিয়ে দাখিল পরীক্ষা শুরু হবে।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে একই দিনে পরপর দুটি পরীক্ষা থাকলে দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এস.এস.সি পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দাখিল পরীক্ষার্থীদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবছর নারায়ণগঞ্জ জেলা হতে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৩৬ হাজার ৪‘শ ৯ জন পরীক্ষার্থী। যার মধ্য থেকে এস.এস.সি পরিক্ষার্থী ৩০ হাজার ২‘শ ৮৪ জন, এস.এস.সি (ভোকেশনাল) পরিক্ষার্থী ২ হাজার ৪‘শ ৯৪ জন এবং দাখিল পরিক্ষার্থী ৩ হাজার ৬‘শ ৩১ জন।
নারায়ণগঞ্জে এস.এস.সিতে এবার ১৬৩ টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আর তাই ২৩ টি পরীক্ষাকেন্দ্রে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১০ টি কেন্দ্রে এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলায় দাখিল পরীক্ষায় ৭০ টি মাদ্রাসার পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ৭ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এইদিকে, পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স মোতায়েন করবেন নারায়নগঞ্জ জেলা পুলিম সুপার হারুন আর রশীদ। এছাড়াও কেন্দ্রে আইন-শৃঙ্কলা রক্ষার্থে জেলা-উপজেলা পর্যয়ে স্কাউট, গার্ল ইন স্কাউটের সদস্য মোতায়েন করা হবে।
পরীক্ষার দিনগুলোতে যানজট নিরসনে পরীক্ষা শুরুর দেড় ঘন্টা পূর্বে অর্থাৎ সকাল ৮টা ৩০ মিনিট হতে সকাল ১০ টা পর্যন্ত জন্য ট্রফিক পুলিশ বিশেষভাবে দায়িত্ব পালন করবে।