স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়গঞ্জ: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ কলেজ ক্যারিয়ার ক্লাবের অরিয়েন্টেশন ক্লাস। ফরম পূরণ করে জমা দেওয়া ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা ওই ক্লাসে অংশ নিবেন।
শনিবার (২৩ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ মার্চ) ১২ টায় ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস শুরুর কথা রয়েছে। ভেন্যু আগামিকাল ক্লাসে জানানো হবে। এছাড়া যারা বিজ্ঞান, অনার্স ও ডিগ্রির শিক্ষার্থী তাদের অরিয়েন্টশন ক্লাসের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
