স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আগামী ২৪ তারিখ থেকে এ কর্মসূচি চলবে ২৬ মার্চ রাত পর্যন্ত।
শনিবার (২১ মার্চ) জেলা প্রশাসনের এক দাওয়াত পত্রে এতথ্য জানা যায়।
সেখানে বলা হয়, ২৪ মার্চ অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এছাড়া ২৬ মার্চ চাষাড়া বিজয়স্তম্ভ ও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মুতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতি সংগঠন,কলকারখানায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ওসমান পৌর স্টেডিয়ামে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে এর আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেরার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সকল হাসপাতাল, শিশুসদন, এতিমখানা, সরকারি আশ্রয়কেন্দ্রে ও জেল কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করার কথাও রয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
এছাড়াও থাকছে নারায়ণগঞ্জ শহরের সকল সিনেমা হলে মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন (ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত)। এছাড়াও থাকছে ওসমানী পৌর স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। পাশাপাশি চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে আলোচনা।