বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকায় ২ পতিতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনসাধারন। শুক্রবার (১ ফেব্রয়ারি) সকাল ৯টায় দক্ষিণ কলাবাগ এলাকায় অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে এদের আটক করা হয় ।
ধৃতরা হচ্ছে দক্ষিণ কলাবাগ এলাকার মৃত অখিল চান মিয়ার স্ত্রী ফাতেমা বেগম(৫৫) ও ঢাকা যাত্রাবাড়ী থানাধীণ মানিকনগর এলাকার মিজান মিয়ার স্ত্রী আখি বেগম(২৮)।
জানাগেছে, শুক্রবার বন্দর ইউনিয়নস্থ দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মৃত অখিল চান মিয়ার বসত ঘরে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে ফতেমা বেগম ওরফে ফতেহ অসামাজিক কর্মকান্ড করে আসছে। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত বাধা দিয়েও তার জনবিরোধী কর্মকান্ড বন্ধ করতে পারে নাই। পরে শুক্রবার সকালে পুরো এলাকাবাসী একত্রিত হয়ে অসামাজিক কর্মকান্ডের অপরাধে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
ধৃত ২ পতিতাকে পুলিশ প্রসিকেশন চেয়ে ২৯০ ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।