স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জের ৩টি উপজেলায় ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ১৫২টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তৈরি করা হয়েছে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ছক।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ হিসাবে উপজেলা নির্বাচনে সোনারগাঁ আড়াইহাজার ও রূপগঞ্জের প্রায় ৪২ শতাংশই গুরুত্বপূর্ণ। বাকি ৫৮ শতাংশ সাধারণ কেন্দ্র।
পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে অস্ত্রসহ ২ জন পুলিশ, ১ জন অস্ত্রসহ আনসার, ১ জন অস্ত্রলাঠিসহ আনসার, নারী ও পুরুষ মিলিয়ে আরো ১০ জন আনসার দায়িত্বপালন করবে। এছাড়া ২ জন গ্রাম পুলিশ থাকবে।
অন্যদিকে সাধারণ ভোট কেন্দ্রের জন্য অস্ত্রসহ ১জন পুলিশ, অস্ত্রসহ অঙ্গীভুত আনসার, অস্ত্র লাঠিসহ ১জন অঙ্গীভুত আনসার, নারী ও পুরুষ মিলেয়ে ১০ জন সাধারণ আনসার থাকবে। এছাড়া ১ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে।
এ ছাড়া রিজার্ভ ফোর্স, কেন্দ্রভিত্তিক মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করবেন।
নিরাপত্তা ছকে রূপগঞ্জে উপজেলায় ১২৭টি কেন্দ্রের মধ্যে ৬০টিই গুরুত্বপূর্ণ। আড়াইহাজার উপজেলায় ১১৩টি কেন্দ্রের ৪০টি গুরুত্বপূর্ণ। সোনারগাঁ উপজেলার ১১৮টি কেন্দ্রের ৫২টি গুরুত্বপূর্ণ।
এবিষয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রস্তুত আছে।