লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস’র আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ এসএম আরিফ মিহির।
এদিকে, উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের মোট ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নক আউট পদ্ধতির প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ স্পোর্টিং কাবাডি ক্লাব ও কাশিপুর কাবাডি ক্লাব ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ স্পোর্টিং কাবাডি ক্লাব কাশিপুর কাবাডি ক্লাব কে ৪২-২৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিতদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ এসএম আরিফ মিহির।