৩৬ বছরে পদার্পণ করলো ‘নারায়ণগঞ্জ’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১৫ই ফেব্রুয়ারি, প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ এর জন্মদিন। ১৯৮৪ সালে এইদিনে নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে ১৯৮২ সালে একে মহকুমা হিসেবে ঘোষিত করা হয়, যা ১৯৮৪ সনে জেলায় উন্নীত হয়।

জেলার আয়তন ৬৮৩.১৪ বর্গ কি.মি। তবে ভৌগলিক অবস্থানের জন্যে পুরো দেশের সোনালী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে জড়িত এ জেলা।

১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে (বেণুর ঠাকুর বা লক্ষীনারায়ণ ঠাকুর নামে ও পরিচিত) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি দলিলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না।

ভৌগলিক পরিচিতি: নারায়ণগঞ্জরে পূর্বে – ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, পশ্চিমে – ঢাকা, উত্তরে – নরসিংদী ও গাজীপুর এবং দক্ষিণে – মুন্সিগঞ্জ জেলা। ঢাকা থেকে ২০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্ব দিকে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় পাললিক মাটি জাতীয় সমতল ভূমিতে অবস্থিত নারায়ণগঞ্জ শহর।

নারায়ণগঞ্জ জেলা ৭টি থানায় বিভক্ত। সেগুলো হল – নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, আড়াইহাজার থানা, রূপগঞ্জ থানা ও সোনারগাঁও থানা। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় উপজেলা ৫টি। সেগুলো হল – নারায়ণগঞ্জ সদর উপজেলা, বন্দর উপজেলা, আড়াইহাজার উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও সোনারগাঁও উপজেলা।

জন্ম থেকেই আমাদের অনেকেই নারায়ণগঞ্জের বাসিন্দা । আবার জীবিকা নির্বাহের তাগিদে এসেছেন এ জেলায়। পরিস্থিতি ভিন্ন হতে পারে বাসিন্দাদের। তবে সকলেই মিলেমিশে বাস করছি আমাদের এই নারায়ণগঞ্জে। আর এই স্বজনপ্রীতি নিয়ে সুখ-দু:খে সময় কাটুক নারায়ণগঞ্জবাসীর এই প্রত্যাশায় লাইভ নারায়ণগঞ্জ থেকে রইল অনেক শুভেচ্ছা।