স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৫ম উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৩টি উপজেলায় ৩৫৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব ভোট কেন্দ্রে ভোট গ্রহণের কক্ষ হবে ২ হাজার ৪‘শ ৬৮টি।
মঙ্গলবার (১১মার্চ) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে এতথ্য জানা যায়। আগামী ৩১শে মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে মনোনয়ন দাখিলের শেষদিন ছিলো ৪ঠা মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ই মার্চ। আগামীকাল ১৩ই মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন।
জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, আড়াইহাজারের ২৮টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ভোট কেন্দ্র হচ্ছে ১১৩টি। এ সব ভোট কেন্দ্রে থাকবে ৭১৭টি ভোট কক্ষ। উপজেলাটিতে ২ লাখ ৮৩ হাজার ৮‘শ ৬৭ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বেছে নিবেন।
অন্যদিকে রূপগঞ্জর ২৫টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ভোট কেন্দ্র হচ্ছে ১২৭টি। এ সব ভোট কেন্দ্রে থাকবে ৮৭৫টি ভোট কক্ষ। উপজেলাটিতে ৩ লাখ ৪৯ হাজার ৮‘শ ৮৮ জন ভোটার রয়েছে।
এছাড়া সোনারগাঁয়ে ১৯টি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে ভোট কেন্দ্র হচ্ছে ১১৮টি। এ সব ভোট কেন্দ্রে থাকবে ৮৭৬টি ভোট কক্ষ। উপজেলাটিতে ৩ লাখ ৩ হাজার ৮‘শ ৭২ জন ভোটার রয়েছে।