স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগহ্জের ৩টি উপজেলার প্রার্থীদের মধ্যে রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র বাতিল হয়েছে। সমর্থনকারী তদন্তে না পাওয়া, ঋণ-বিল খেলাপি, স্বাক্ষর জাল, হলফনামায় সঠিক তথ্য না থাকায়সহ ছোটখাটো ত্রুটির কারণেও মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া স্থগিত রাখা হয়েছে ৫ প্রার্থীর মনোনয়নপত্র।
বুধবার (৬মার্চ) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীদের একযোগে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রার্থিতা বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের সঙ্গে ব্যাংক ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের তথ্যের ভিত্তিতেই ঋণ ও বিল খেলাপিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ৭ জনের। এর মধ্যে বৈধ প্রার্থী হলেন ২৫ জন। এছাড়া স্থগিত রাখা হয়েছে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র।
সোনারগাঁয়ে ১৫ জন প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ৩ জনের স্থগিত রাখা হয়েছে। ট্রেক্সের কাগজ পত্র না থাকায় চেয়ারম্যান পদে মো. রহমত উল্লাহর প্রার্থীতা বাতিল হয়েছে, একই অভিযোগে বাতিল হয়েছে ভাইস চেয়ারম্যান পদে মো. শাহ জালাল মিয়ার মনোনয়ন পত্র। এছাড়া ব্রাক ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ শাখায় ঋণ খেলাপির অভিযোগ থাকায় মো. মনির হোসেন, পাঁচজন সমর্থনকারী তদন্তে না পাওয়ায় মোহাম্মদ শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংক লিমিটেডে ঋণ খেলাপির অভিযোগ থাকায় চেয়ারম্যান পদে নেকবর হোসেন নাহিদ এর মনোনয়ন স্থগিত করা হয়।
আড়াইহাজারে ৮ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জাতীয় পরিচয় পত্রের ঠিকানা ও অন্যান্য কাগজপত্ররের সাথে মিল না থাকায় চেয়ারম্যান পদে মো. আজাদ খানের মনোনয়ন বাতিল করা হয়েছে, ১% ভোটেরের স্বাক্ষর সঠিক না থাকায় চেয়ারম্যান পদে গোলাম মোহাম্মদের মনোনয়ন বাতিল হয়েছে, একই অভিযাগে বাতিল হয়েছে চেয়ারম্যান পদে মো. আবুল হাসেমের মনোনয়ন। সবশেষে, সাটিফিকেটের নাম ও অন্যান্য কাগজপত্ররের সাথে মিল না থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝর্না রহমানের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এদিকে, রূপগঞ্জে ১৪ জনের মধ্যে ১ জনের বাতিল ও ২ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। মনোয়ন পত্র অসম্পূর্ণ থাকায় এস আলম’র মনোয়ন বাতিল করা হয়েছে। এছাড়া মো. মোখলেছুর রহমানের ও চেয়ারম্যান পদে মো. আব্দুল আলিম সরকারের মনোয়নপত্র বিকেল ৪ ঘটিকা পর্যন্ত সংশোধনের জন্য স্থগিত রাখা হয়েছে।