স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বর্বরতার শিকার ৩ নারীর ঘটনায় আসামী ইউসুফ মেম্বারকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামী হলেন দক্ষিণ কলাবাগ এলাকার মৃত. ওসমান গনির ছেলে ও বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ইউসুফ (৫০)।
এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদ হারুন অর রশীদ নির্দেশক্রমে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম তার টিম নিয়ে উক্ত মামলার মূল আসামী ইউসুফ মেম্বারকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত,বন্দর থানাধীন দক্ষিন কলাবাগ এলাকায় গত শনিবার বিকেল ৩টায় তিন নারীকে যৌনকর্মী অপবাধ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে ইউসুফ মেম্বার স্থানীয় ১১ সদস্যের একটি গ্রুপ।
বন্দর থানা পুলিশ পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন, ইউসুফ মেম্বারের দলের ৭নং আসামী উম্মেহানী তার পুত্রকে বিদেশ পাঠানোর জন্য বাদী ফাতেমার কাছ থেকে ১ লাখ ২২ হাজার টাকা ধার নেন। কিন্তু ফাতেমার পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন তালবাহানা করছে বেশ কিছু দিন ধরে। একপর্যায় পাওনা টাকা চাওয়ায় পরস্পর যোগ সাজেস করে তাকে যৌনর্কমী বলে গাছের সাথে বেধেঁ ফাতেমাসহ আরো ২ জনকে মারধর করে চুল কেটে কাপড় চোপড় টেনে শ্লীলতাহানি করে।