৪০পিছ ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

বন্দরে ৪০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে থানার কুশিয়ারা পশ্চিমপারা এলাকার মৃত আব্দুর রব মিয়ার ছেলে আমজাদ হোসেন(৩৪) ও একই এলাকার নুরুল আমিন মিয়ার ছেলে লিটন(২৮)।
জানা গেছে,গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মাহফুজ রানা সঙ্গীয় ফোর্সসহ বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় মাদক অভিযান চালায়। অভিযানে ওই এলাকার লোহার ব্রিজের সামনে থেকে মাদক ব্যবসায়ী আমজাদ ও লিটনের কাছ থেকে ৪০পিছ ইয়াবাসহ আটক করে।
গ্রেফতারকৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।